আশা করি সবাই ভালো আছেন।বর্তমান যুগটা তথ্য প্রযুক্তির যুগ।আর এই যুগে যার হাতে একটি স্মাটফোন রয়েছে তার হাতের মুঠোয় পুরো দুনিয়াটা রয়েছে।
আর বতমান সময়ে আমার মতো স্টুডেন্টরা অনলাইনে ক্যারিয়ার গড়ছে।মানে আউটসোর্সিং করে অনলাইনে ক্যারিয়ার গড়ছে।তার মধ্যে অ্যাপ্স ডেভেলপমেন্ট অন্যতম।মোবাইল দিয়ে অ্যাপ্স ডেভেলপিং করে ক্যারিয়ার গড়েছেন বাংলাদেশের অন্যতম "TECH YOUTUBER"শাহরুজ ফারদি।তিনি ৩ মাসে ৯লাখ টাকা ইনকাম করেছেন।
আপনিও চাইলে অ্যাপ্স ডেভেলপিং করে অনলাইনে ক্যারিয়ার গড়তে পারেন।তারজন্য আপনার কম্পিউটার লাগবেনা,আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি সেটা দিয়ে অ্যাপ্স ডেভেলপিং করে টাকা ইনকাম করতে পারবেন।
➡তারজন্য আপনার যা লাগবে তা হচ্ছেঃ-
1⃣.এডমোব একাউন্ট।
2⃣.এডসেন্স একাউন্ট।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে,আপনি কিভাবে এডমোব ও এডসেন্স একাউন্ট খুলবেন?
তারজন্য আপনি আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপ্সটি ওপেন করে,সেখানে গিয়ে" Search" করুন "How to create admob account bangla" আপনার সামনে অনেক ভিডিও আসবে সেখান থেকে আপনি ভিডিও দেখে শিখে নিন।
তারপর,আপনি "Search" করুন "How to Create Adsense Account Bangla" আপনার সামনে ভিডিও চলে আসবে।সেখান দেখে শিখে নিবেন।
➡আপনি প্রাথমিক অবস্হায় APPYBUILDER,THUNLABLE,MAKEROID,APP INVENTOR এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে অ্যাপ্স বানিয়ে ইনকাম করতে পারবেন।
➡আর এজন্য আমার চ্যানেলে অনেক Aia File পাবেন সেখান থেকে তা ডাউনলোড করে "APPYBUILDET,MAKEROID,THUNKABLE,APP INVENTOR" এই ওয়েবসাইটগুলোতে এনে ইডিট করে আপনার এডমোব আইডি বসিয়ে ইনকাম করতে পারবেন।
আমার ইউটিউব চ্যানেল লিংকঃ
আমার চ্যানেলটি SUBSCRIBE করে রাখবেন।
➡ কিভাবে এডমোব ও এডসেন্স থেকে ইনকাম হয়?
আপনি যখন অ্যাপ্স তৈরি করবেন তখন সেখানে গুগল এডমোবের অপশন থাকে।সেখানে আপনার গুগলেট এড ইউনিটগুলো বসাবেন।আর আপনি যখন অ্যাপ্সটি ব্যবহার করবেন অথবা অাপনার অ্যাপ্স অন্য কেউ ব্যবহার করবে,তখন গুগল আপনার অ্যাপ্সে এড দিবে আর এই এড থেকে আপনার এডমোব একাউন্টে ডলার জমা হবে।আর এই এডমোবের ডলারগুলো আপনার এডসেন্স একাউন্টে ট্রান্সফার হবে।
➡কিভাবে টাকা তুলবেন?
আপনার এডসেন্স একাউন্টে যখন ১০$ ডলার হয়ে যাবে তখন গুগল আপনার Address এ একটি চিঠি পাটাবে।আর সেই চিঠিতে থাকা পিন দিয়ে আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে।আর যখন একাউন্টে ১০০$ ডলার হয়ে যাবে তখন আপনার ব্যাংক একাউন্ট প্রতিমাসে টাকা পাঠিয়ে দিবে।
Post a Comment